বরিশালে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৬
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১৭:৪৭
বরিশালে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ১১৭ জন ডেঙ্গুতে মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৬ জন।


৯ অক্টোবর, রবিবার স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।


ডেঙ্গুতে মৃত্যুবরণকারীরা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার রিনা (৩৮), বাকেরগঞ্জ উপজেলার নিতাই (৭৫) ও পটুয়াখালী সদরের সৈকত (২৯) শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাঠা এলাকার ইয়াসিন (৭৫) নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ২৭ হাজার ১৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৮৬৮ জন।


বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে।


বিবার্তা/রিয়াদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com