শিরোনাম
২০ কোটি টাকা ব্যয়ের খবর ভিত্তিহীন: ঢামেক পরিচালক
প্রকাশ : ০১ জুলাই ২০২০, ১৬:৫৩
২০ কোটি টাকা ব্যয়ের খবর ভিত্তিহীন: ঢামেক পরিচালক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ২০ কোটি টাকা ব্যয়ের খবরটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন।বুধবার (১ জুলাই) সকালে সংবাদ সম্মেলেনে এ দাবি করেন তিনি।


তিনি বলেন, এ পর্যন্ত চিকিৎসক-নার্স কর্মচারী ও আনসার সদস্য মিলে কোভিড রোগীদের চিকিৎসায় ৩ হাজার ৬২৮ জন দায়িত্ব পালন করেছেন।তাদের তিনবেলা খাবার খরচ ও হোটেলে থাকা মিলিয়ে এই টাকা চাওয়া হয়েছিল।


এ কে এম নাসিরউদ্দিন বলেন, চিকিৎসকের থাকা খাওয়া খরচ নিয়ে গণমাধ্যমে যেসব খবর প্রচার করা হচ্ছে তা মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা সকলেই এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com