শিরোনাম
‘ভ্যাকসিন সুষ্ঠুভাবে বিতরণের জন্য প্রস্তুত সরকার’
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২০, ১৮:০০
‘ভ্যাকসিন সুষ্ঠুভাবে বিতরণের জন্য প্রস্তুত সরকার’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভ্যাকসিন সুষ্ঠুভাবে বিতরণের জন্য প্রস্তুত সরকার। জানুয়ারি শেষে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই দেশে ভ্যাকসিন চলে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আগামী ৬ মাসের মধ্যে পর্যায়ক্রমে তিন কোটি ভ্যাকসিন চলে আসবে। ’


রবিবার (২৭ ডিসেম্বর) সকালে মহাখালী ঔষধ প্রশাসন অধিদফতরে দুটি ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন দেয়ার জন্য আমাদের প্রশিক্ষিত জনবল রয়েছে। ভ্যাকসিন রাখার স্টোর প্রস্তুত করা হয়েছে। নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে কোল্ডবক্স ব্যবস্থা পাকাপোক্ত করা হয়েছে। কিভাবে ভ্যাকসিন দেয়া হবে, তার জন্য একটি গাইডলাইনও প্রস্তুত করা হয়েছে। যারা ভ্যাকসিন নিয়ে সরকারের সমালোচনা করছেন, তারা সঠিক তথ্য না জেনেই কথা বলছেন।’


এর আগে, স্বাস্থ্যমন্ত্রী ঔষধ প্রশাসন অধিদফতরের ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরির ভ্যাকসিন উইং ও ড্রাগ টেস্টিং উইংয়ে ল্যাব পরিদর্শন করেন।


পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com