শিরোনাম
‘করোনার দৈনিক ও সাপ্তাহিক বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে দশম’
প্রকাশ : ১২ জুন ২০২০, ২১:৩৫
‘করোনার দৈনিক ও সাপ্তাহিক বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে দশম’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস আক্রান্তের ক্ষেত্রে দৈনিক এবং সাপ্তাহিক বৃদ্ধিতে বাংলাদেশ এখন বিশ্বে দশম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ব্রাজিল ২৪ ঘণ্টার মধ্যে ৩২ হাজার ৯১৩ নতুন সংক্রমণ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে। শুক্রবার (১২ জুন) এ তথ্য জানিয়েছে ডব্লিউএইচও।


যুক্তরাষ্ট্র ২০ হাজার ৩১৫ আক্রান্ত নিয়ে দ্বিতীয়, নয় হাজার ৯৯৬ নিয়ে ভারত তৃতীয় ও আট হাজার ৭৭৯ নিয়ে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে।পঞ্চম স্থানে আছে পাকিস্তান, চিলি ষষ্ঠ, পেরু সপ্তম, মেক্সিকো অষ্টম, সৌদি আরব নবম এবং বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক রিপোর্টে গত সাত দিনে ১৯ হাজার ৭২৫ সংক্রমণ নিয়েও বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে। সাপ্তাহিক সংক্রমণের রিপোর্টে ব্রাজিল প্রথম, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং দক্ষিণ এশিয়ার দেশ ভারত গত সাত দিনে ৬৯ হাজার ৬৬০ সংক্রমণ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com