শিরোনাম
দেশে ৭২৭ চিকিৎসকের করোনা শনাক্ত
প্রকাশ : ১৭ মে ২০২০, ১০:৪০
দেশে ৭২৭ চিকিৎসকের করোনা শনাক্ত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সারাদেশে এখন পর্যন্ত মোট ৭২৭ জন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন’ (বিডিএফ)।


শনিবার (১৬ মে) রাতে বিডিএফ’র প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ এ তথ্য জানান।


তিনি বলেন, এখন পর্যন্ত করোনা শনাক্ত চিকিৎসকদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। ১৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৫২ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন। এছাড়া এক হাজারের অধিক চিকিৎসক বর্তমানে হোম কোয়ারেন্টিনে।


এদিকে নার্সদের সংগঠন ‘সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস’র মহাসচিব সাব্বির মাহমুদ তিহান জানান, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে এখন পর্যন্ত ৫৯৬ জন নার্সের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৩টি সরকারি হাসপাতালের ৪২৭ নার্স রয়েছেন। এছাড়া ২৬টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের করোনা শনাক্ত নার্স রয়েছেন ১৬৯ জন। শনাক্তদের মধ্যে কেবল ঢাকা বিভাগেরই ৪৭৬ জন।


করোনা আক্রান্ত এ নার্সদের মধ্যে এখন পর্যন্ত ১৫০ জন সুস্থ হয়েছেন। বাকিদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২০০ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন।


আইইডিসিআর’র হিসাব মতে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসেবে দেশে করোনায় মোট ৩১৪ জনের মৃত্যু হলো। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জনে।


আইইডিসিআর আরো জানায়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে শেষ ২৪ ঘণ্টায় ২৩৫ করোনা রোগী সুস্থ হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com