শিরোনাম
সারা দেশে ১২৪৫ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
প্রকাশ : ০৬ মে ২০২০, ১৯:৪২
সারা দেশে ১২৪৫ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশে চিকিৎসক-নার্সসহ ১ হাজার ২৪৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক ৫১৩ জন, নার্স ৩১০ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ৪২২ জন। বুধবার (৬ মে) বিকেলে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এ তথ্য জানিয়েছে।


বিএমএ’র দফতর সম্পাদক অধ্যাপক ডা. মো. শহিদ উল্লাহ বলেন, সব মিলে দেশে মোট ১ হাজার ২৪৫ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


এদিকে বিএমএ ৫১৩ চিকিৎসক আক্রান্তের তথ্য জানালেও চিকিৎসকদের আরেকটি সংগঠন এ পর্যন্ত ৫৯৩ জন চিকিৎসক আক্রান্তের খবর জানিয়েছে।


ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ‌্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান জানান, এই ৫৯৩ জনের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৪২৫ জন। এছাড়া বরিশালে ৯ জন, খুলনায় ৪৪ জন, চট্টগ্রামে ১৮ জন, ময়মনসিংহে ৬১ জন, রংপুরে ১০ জন, সিলেটে ২৩ জন ও রাজশাহীতে ৩ জন চিকিৎসক কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ১১ হাজার ৭১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৮৬ জন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com