শিরোনাম
করোনা ছড়িয়েছে ৩৪ জেলায়: আইইডিসিআর
প্রকাশ : ১২ এপ্রিল ২০২০, ১৮:২০
করোনা ছড়িয়েছে ৩৪ জেলায়: আইইডিসিআর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ১৩৯ জনসহ দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৬২১ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এর অর্ধেকের বেশি রয়েছেন কেবল ঢাকা শহরেই। ঢাকা বাইরে আরো ৩৩ জেলায় ছড়িয়েছে করোনার সংক্রমণ।


ররিবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে ১৩৯ জনের নতুন করে এই ভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। এসময় জানানো হয়, বাংলাদেশে এখন পর্যন্ত ৩৪ জেলায় কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, যে ৬২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে ঢাকায় অবস্থানরতদের সংখ্যাই বেশি। এ পর্যন্ত ঢাকা শহরেই ৩১৩ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এর বাইরে ঢাকার অন্য উপজেলাগুলোতেও আক্রান্ত আছেন আরো ২২ জন। অর্থাৎ কেবল ঢাকা জেলাতেই আক্রান্তের সংখ্যা ৩৩৫।


এছাড়া গাজীপুরে ২৩ জন, কিশোরগঞ্জে ১০ জন, মাদারীপুরে ১৯ জন, মানিকগঞ্জে ৫ জন, নারায়ণগঞ্জে ১০৭ জন, মুন্সীগঞ্জে ১৪ জন, নরসিংদীতে ৪ জন, রাজবাড়ীতে ৬ জন, টাঙ্গাইলে ২ জন, শরীয়তপুরে একজন, গোপালগঞ্জে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।


চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে ১২ জন, কক্সবাজারে একজন, কুমিল্লায় ৯ জন, ব্রাহ্মণবাড়িয়া ৬ জন, লক্ষীপুরে একজন, চাঁদপুরে ৬ জন।


সিলেট বিভাগের মৌলভীবাজার, হোবিগঞ্জে ও সিলেট জেলায় একজন করে করোনা রোগী সনাক্ত হয়েছে।


রংপুর বিভাগের রংপুরে ২ জন, গাইবান্ধায় ৬ জন, নীলফামারীতে ৩ জন, লালমনিরহাটে একজন ও ঠাকুরগাঁয়ে ৩ জন।


ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৫ জন, জামালপুরে ৬ জন, নেত্রকোনায় একজন ও শেরপুরে ২ জন।


বরিশাল বিভাগের বরগুনায় ৩ জন, পটুয়াখালীতে একজন ও ঝালকাঠিতে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।


দেশে সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাস সংক্রমিত রোগী ঢাকা শহরে ৩১৩ জন। এই শহরের ৭০টি এলাকায় কোভিড-১৯-এর রোগী পাওয়া গেছে। আক্রান্ত এলাকাগুলো হলো, আদাব (১), আগারগাঁও (২), আশকোনা (১), আজিমপুর (২), বাবুবাজার (৩), বাড্ডা (৪), বেইলি রোড (৩), বনানী (৭), বংশাল (৭), বাসাবো (১২), বসুন্ধরা (৪), বেগুনবাড়ি (১), বেড়িবাধ (১), বসিলা (১), বুয়েট এলাকা (১), সেন্ট্রাল রোড (১), চকবাজার (৪), ঢাকেশ্বরী (১), ধানমন্ডি (১৪), ধোলাইখাল (১), দয়াগঞ্জ (১), ইস্কাটন (¬¬১), গেন্ডারিয়া (৩), গ্রীন রোড (৫), গুলিস্তান (২), গুলশান (৪), হাতিরঝিল (১), হাতিরপুল (২), হাজারীবাগ (৮), ইসলামপুর (২), জেলগেট (১) যাত্রাবাড়ি (১১), ঝিগাতলা (৩), কামরাঙ্গির চর (১), কাজী পাড়া (১) , কদমতলী (১), কোতোয়ালি (২), লালবাগ (১১), লক্ষীবাজার (২), মালিবাগ (২), মানিকদি (১), মীর হাজারীবাগ (২), মিরপুর-১ (৫), মিরপুর -৬ (২), মিরপুর -১০ (৫), মিরপুর-১১ (১০), মিরপুর -১২ (৮), মিরপুর -১৩ (২), মিটফোর্ড (১), মগবাজার (৪), মহাখালী (৭), মোহাম্মদপুর (১২), মুগদা (১), নবাবপুর (১) নারিন্দা (২), নিকুঞ্জ (১), পীর বাগ (২), পুরান পল্টন (২), রাজারবাগ (২), রামপুরা (১), সায়েদাবাদ (১), শাহ আলী বাগ (২), শাহবাগ (২), শান্তিনগর (৫), সোয়ারি ঘাট (৩), সিদ্ধেশ্বরী (১) শনির আখরা (১), সুত্রাপুর (২) তেজগাঁও (৩), টোলারবাগ (১৯), উর্দু রোড (১), উত্তরা (১৭), ওয়ারী (১৬)।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com