ইসরায়েলি বর্বরতা
গাজায় ত্রাণ আনতে যাওয়া ৯২ ফিলিস্তিনিসহ নিহত ১১৫
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৮:৫৪
গাজায় ত্রাণ আনতে যাওয়া ৯২ ফিলিস্তিনিসহ নিহত ১১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের গাজাজুড়ে হামলায় কমপক্ষে আরও ১১৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনীর। যার মধ্যে ৯২ জনকে উত্তরে জিকিম ক্রসিং এবং দক্ষিণে রাফাহ এবং খান ইউনিসে ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহের চেষ্টা করার সময় গুলি করে হত্যা করা হয়েছে।


সোমবার (২১ জুলাই) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, রবিবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তখন গাজায় ইসরায়েলিদের অব্যাহত অবরোধের ফলে ক্ষুধা সংকট আরও তীব্র হয়ে ওঠে, যেখানে স্বাস্থ্য কর্তৃপক্ষ গত দিনে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর ঘোষণা দিয়েছে।


জিকিমে, ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৭৯ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে, চিকিৎসা সূত্র অনুসারে, জাতিসংঘের ত্রাণ কনভয় থেকে আটা পাওয়ার আশায় বিশাল জনতা সেখানে জড়ো হয়েছিল।


রাফাহতে একটি সাহায্য কেন্দ্রের কাছে আরও নয়জন নিহত হয়েছেন, যেখানে মাত্র ২৪ ঘন্টা আগে ৩৬ জন প্রাণ হারিয়েছিলেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মতে, খান ইউনিসে একটি দ্বিতীয় সাহায্য কেন্দ্রের কাছে আরও চারজন নিহত হয়েছেন।


জিকিমে হামলায় বেঁচে যাওয়া ফিলিস্তিনি ব্যক্তি রিজেক বেতার একজন আহত যুবককে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেছিলেন।


“আমরা এই যুবককে মাটিতে পড়ে থাকতে দেখেছি এবং আমরাই তাকে সাইকেলে করে নিয়ে গিয়েছিলাম। আমরা তাকে সাহায্য করার চেষ্টা করছি। কিন্তু কিছুই নেই,” বেতার বলেন। “কোন অ্যাম্বুলেন্স নেই, খাবার নেই, জীবন নেই, আর বেঁচে থাকার কোনও উপায় নেই। আমরা খুব কষ্টে আছি।”


আরেকজন বেঁচে যাওয়া ব্যক্তি, ওসামা মারুফ, গুলিবিদ্ধ ও আহত একজন বৃদ্ধকে পরিবহন করতেও সাহায্য করেছিলেন।


"আমরা জিকিম থেকে এই বৃদ্ধকে এনেছি। সে শুধু কিছু আটা আনতে গিয়েছিল," মারুফ বলল। "আমি তাকে সাইকেলে বাঁচানোর চেষ্টা করেছিলাম - আমি আর আটা চাই না, সে আমার বাবার মতো, এই বৃদ্ধ মানুষ। ঈশ্বর আমাকে ভালো কাজ করার শক্তি দিন। এবং এই কষ্ট যেন আর বেশি দিন স্থায়ী না হয়।"


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com