শিরোনাম
‘কোনো নিষেধাজ্ঞা ছিল না, অতিউৎসাহীরা এটা করেছে’
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ২২:০৪
‘কোনো নিষেধাজ্ঞা ছিল না, অতিউৎসাহীরা এটা করেছে’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নাগরিক টেলিভিশনের সাংবাদিক সাঈদ আরমানকে লাইভ করতে বাধা দেওয়া ও বুম কেড়ে নেওয়ার ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে বলেছেন, সেখানে কোনো নিষেধাজ্ঞার নির্দেশনা নেই এবং পুলিশ সদস্যরা নিজেরাই তা করেছেন।


এই কর্মকর্তার বক্তব্য জানার পর কয়েক বছর আগের একটি ঘটনা মনে পড়ে গেলো। তখন আমি জাগো নিউজের সহকারী বার্তা সম্পাদক। এক রাতে কয়েকজন সহকর্মীসহ গিয়েছিলাম মাওয়ায় ইলিশ খেতে।


ফেরার সময় মুন্সীগঞ্জের কোনো একটি পয়েন্টে পুলিশ আমাদের গাড়ি থামাল এবং দুইজন পুলিশ সদস্য আমাদের পরিচয় জানতে চাইলেন। সামনের সিটে আমি থাকায়, বললাম আমরা সবাই পেশায় সাংবাদিক, গিয়েছিলাম মাওয়ায় ইলিশ মাছ খেতে। এরপর তারা কার্ড দেখতে চাইলেন, আমার আইডি কার্ডটা দিলাম। তারা দেখে বললেন, এখানে তো কোথাও রিপোর্টার বা সাংবাদিক লেখা নেই। আপনার কাছে কোনো পত্রিকার কার্ড নেই, সেটা দেন।


বুঝলাম তাদের সঙ্গে কথা বলে লাভ নেই। বললাম, আপনাদের কোনো সিনিয়র কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাই। তারা নিয়ে গেলেন, কথা বললাম ওই কর্মকর্তার সঙ্গে। তিনি সব কিছু শুনে হাসিমুখে আমাদের যেতে বললেন এবং বললেন তারা আসলে বিষয়টা বোঝে নাই, নতুন।


সমস্যাটা হলো এখানেই। যারা এগুলো বোঝে না তারা অতিউৎসাহী। তাদের দ্বারা প্রতিনিয়ত মানুষ বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে। তারা যদি এসব না বোঝে, তাহলে কেন তাদের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়া হয়? এসব প্রশ্নের উত্তর হয়তো জানা নেই যারা সব কিছু বোঝে তাদের কাছেও।


লেখক: মাহাবুর আলম সোহাগ, কান্ট্রি ইনচার্জ ঢাকা পোস্ট।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com