শিরোনাম
“চলমান পরিস্থিতি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে”
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৮, ১৬:২৭
“চলমান পরিস্থিতি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে”
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা। রবিবার দেশের চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় ও করণীয় নিয়ে জরুরী এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা।


বক্তারা বলেন, পরিবহন ধর্মঘটের কারণে পণ্য সরবরাহে বিঘ্নিত হওয়ায় বাড়বে মূল্যস্ফীতি। চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য ব্যহত হচ্ছে। রফতানি এবং রেমিটেন্স আয় যখন ঘুড়ে দাঁড়াচ্ছে, তখন এমন বিপর্যয় অনাকাঙ্খিত।


বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে কোরবানীর ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেয়াও কঠিন হবে বলেও আশংকা প্রকাশ করেন তারা।


তারা আরো বলেন, পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে রাস্তায় যানবাহন নামানোর জন্য পদক্ষেপ নেয়া হবে।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com