শিরোনাম
সিরাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র
প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৯:৫৩
সিরাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। রবিবার তাকে এ নিয়োগ দেয়া হয়। তিনি দেবাশীষ চক্রবর্তীর স্থলাভিষিক্ত হবেন। তিনি গণমাধ্যমের সঙ্গে ঠিকমতো যোগাযোগ না রাখায় সিরাজুল ইসলামকে এই পদে বসানো হলো।


সিরাজুল ইসলাম ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। দীর্ঘ প্রায় ২৯ বছরের চাকরি জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্ট, ইইএফ ইউনিট ও রংপুর অফিসে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।


তিনি ৫ অক্টোবর ১৯৬৩ সালে ঝিনাইদহ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রাতিষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পাদনে তিনি পাকিস্তান, ভারত ও বেলজিয়াম সফর করেন।


প্রসঙ্গত, এর আগে চলতি বছরের শুরুতে নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা অবসরে যাওয়ার পর দেবাশিস চক্রবর্তীকে নতুন মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছিল।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com