
পাবনার ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘এমক্যাশ’ এর মাধ্যমে প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত সোমবার ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী এর উদ্বোধন করেন।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মো. কাওছার উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাহেদ পারভেজ, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ জোবায়েরুল হক, সমাজ সেবক আলহাজ মো. আবুল কাশেম ও পাবনা ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল মো. ইকবাল হুসাইন।
আরও বক্তব্য দেন ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপ্যাল সুরাইয়া সুলতানা ও ব্যাংকের পাবনা শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. খলিলুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপিস্থত ছিলেন।
বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]