শিরোনাম
ডিসিসিআইর এগ্রো সার্ভিস ডেস্ক চালু
প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৯:৩৪
ডিসিসিআইর এগ্রো সার্ভিস ডেস্ক চালু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের কৃষি খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ খাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহায়তা প্রদানে ইউএসএআইডির এগ্রিকালচার ভ্যালু চেইনস প্রকল্পের সহযোগিতায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) রবিবার ঢাকা চেম্বার ভবনে হেল্প ডেস্ক চালু করেছে।


ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি কামরুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন।


এ সময় তিনি বলেন, ডিসিসিআই এগ্রো সার্ভিস ডেস্ক হতে গ্লোবাল গ্যাপের সার্টিফিকেট ও লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া, কৃষক ও কষি খাতের উদ্যোক্তাদের কৃষি পণ্যের বহুমুখীকরণ, গ্লোবাল গ্যাপ সম্পর্কিত তথ্য, প্রযুক্তিগত সহায়তা প্রদানের পাশাপাশি বাজার সম্প্রসারণে সার্বিক সহায়তা প্রদান করা হবে।


তিনি কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কৃষক ও কৃষিখাতের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং নতুন প্রযুক্তি ব্যবহারের উৎসাহিতকরণের ওপর গুরুত্বারোপ করেন।


ডিসিসিআই সহ-সভাপতি রিয়াদ হোসেন, পরিচালক ইমরান আহমেদ, কে এম এন মঞ্জুরুল হক, ইউএসএআইডির এগ্রিকালচার ভ্যালু চেইনস প্রকল্পের চীফ অফ পার্টি পল বানডিক এবং গ্লোবাল গ্যাপের প্রতিনিধি লিসা হেনিমেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com