৯ চালানে ভারতে গেল ৪৫৯ টন ইলিশ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১৬:১৭
৯ চালানে ভারতে গেল ৪৫৯ টন ইলিশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯টি চালানে ১৫০ ট্রাকে ভারতে ৪৫৯ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে।


৯ অক্টোবর, বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির।


জানা যায়, সরকারি ঘোষণার ২ হাজার ৪২০ টন ইলিশের মধ্যে বেনাপোল দিয়ে গত ২৬ সেপ্টেম্বর, ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার (২৮ সেপ্টেম্বর) ১৫টি ট্রাকে ৪৫ টন ২০০ কেজি, রবিবার (২৯ সেপ্টেম্বর) ৬টি ট্রাকে ১৯ টন, সোমবার (৩০ সেপ্টেম্বর) ৩০টি ট্রাকে ৮৯ টন, মঙ্গলবার (১ অক্টোবর) ২৩টি ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০টি ট্রাকে ৯২ টন, শনিবার ১৩টি ট্রাকে ৪২ টন, সোমবার ৮টি ট্রাকে ২৩ টন ৬০০ কেজি, সব শেষে মঙ্গলবার (৮ অক্টোবর) ৮টি ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।


স্থলবন্দর সূত্র বলছে, প্রতি কেজি ইলিশ রপ্তানি হয়েছে ১০ মার্কিন ডলারে। যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ১৮০। পূজার ছুটিতে বেনাপোল পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও ইলিশ রপ্তানি অব্যাহত থাকবে। আগামী ১২ অক্টোবরের মধ্যে সরকার অনুমোদিত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানি করা হবে।


যদিও আগামী ৪ দিনের মধ্যে বাকি ১ হাজার ৯৬১ টন ইলিশ রপ্তানি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।


ব্যবসায়ীরা বলছেন, এই অল্প সময়ের মধ্যে ১ হাজার ৯৬১ টন ইলিশ কোনোভাবেই রপ্তানি করা সম্ভব না। তাই তারা রপ্তানির সময় আরও বৃদ্ধির আবেদন জানিয়েছেন।


বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির বলেন, ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ১৫০ ট্রাকে ৪৫৯ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। তার মানে ১০ দিনে রপ্তানি হয়েছে ৪৫৯ টন। ১২ অক্টোবরের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ করতে হবে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com