
বাজারে নিত্যপণ্যের দাম কমার কোনো খবর নেই। উল্টো বেড়েই চলেছে। চড়া রয়েছে চালের দাম, সেই সাথে মুরগি ও ডিমের দামও। তবে পেঁয়াজ ও আলুর দাম আগের তুলনায় সামান্য কমেছে।
একদিকে দাম কমলে অন্যদিকে শুরু হয় বাড়ানোর পাঁয়তারা। দ্রব্যমূল্য নিয়ে বরাবরই ভোক্তাদের অভিযোগ থাকলেও নানা অজুহাত নিয়ে বিক্রেতারাও থাকেন সদা প্রস্তুত।
গত সপ্তাহেও বাজারে মাছ-মাংসের দাম কিছুটা কম ছিল। কিন্তু কয়েকদিনের ব্যবধানে আজ বাজারে দেখা দিয়েছে অস্বস্তি।
পেঁয়াজ ও আলু আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার, কিন্তু এখনো শুল্ক কমানোর সুফল দেখা যায়নি বাজারে। আগের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য দুটি। বর্তমানে ভারতের পাশাপাশি পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করছেন আমদানিকারকরা। বাজারে পেঁয়াজের সরবরাহেও কোনো ঘাটতি নেই।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার হাজী জয়নাল আবেদীন বাজারে গিয়ে দেখা যায়, গত দুই সপ্তাহে সব ধরণের চালের দামই আগের তুলনায় বেড়েছে।
মিনিকেট নামে বিক্রি করা চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা কেজি দরে। যা আগস্টে ছিল ৬৮ থেকে ৭০ টাকার মধ্যে ছিল। বাজারে চাহিদার শীর্ষে থাকা আটাশ চালের কেজি ৬০ টাকা। মধ্যবিত্তের চাল হিসেবে পরিচিত এই চালটি আগস্টে ছিল ৫৭ থেকে ৫৮ টাকা।
কেজিতে ২ থেকে ৩ টাকা হারে বৃদ্ধি পেয়ে পাইজাম ৬০ টাকা এবং স্বর্ণা চাল ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বেড়ে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৩ টাকা কেজি দরে। বাজারে সবচেয়ে কম দামে মিলছে হাইব্রিড চাল। কেজি ৫০ টাকা।
বিক্রেতারা জানিয়েছেন, লালচে ধরনের এই চালের খদ্দের একেবারে নিম্নআয়ের মানুষ। এছাড়া বাজারে আতব চাল ৫০ টাকা এবং খোলা পোলাও চাল ১০০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নিত্যপণ্যের বাজারে বেড়েছে ব্রয়লার মুরগী ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে মুরগির দাম। ডজনে ১০ টাকা বেড়েছে ডিমের দাম। তবে দাম কমেছে আলুর। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা কমেছে আলুর দাম।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নগরীর মিরপুর-১ নম্বর, মোহাম্মদপুর ও ধানমন্ডির শংকর এলাকা ঘুরে দেখা যায়, কেজিতে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগীর দাম। গত সপ্তাহে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগী শুক্রবার ১৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
মোহাম্মদপুর ঢাকা উদ্যানের হাজী জয়নাল আবেদীন বাজারের ব্যবসায়ীদের কাছে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে পাইকারি বাজারের উপর দায় চাপান তারা।
মুরগীর পাশাপাশি বেড়েছে ব্রয়লারের ডিমের দামও। বাজারে ১৬০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে ছোট আকারের ডিম। আকারে বড় ডিমের ডজন ১৭০ টাকা৷ বাজারে ১৭০ টাকা ডজন দরে বিক্রি হওয়া ডিম গত সপ্তাহে ছিলো ১৬০ টাকা। আবার এই ডিম মহল্লার দোকানে বিক্রি হচ্ছে ১৮০ টাকা ডজন দরে।
দাম কমেছে আলুর। সপ্তাহের ব্যবধানে ৫ টাকা কমে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। তবে মিরপুর-১ নম্বর শাহ আলী বাজারে আলু মিলছে ৫০ টাকা কেজি দরেও।
বাজারে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। সপ্তাহের ব্যবধানে কিছু পণ্যের দাম ওঠানামা করলেও আগের অবস্থাতেই দেখা গেছে সবজির দাম।
বাজারে শসার কেজি ৪০ টাকা, করলা ৬০ টাকা, লাউ ৪০ টাকা পিস, কাকরোল ৬০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৪০ টাকা, শিম ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কচুরমুখী ৫০ টাকা, মুলা ৩০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, কচুরলতি ৫০ টাকা, গাজর ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷
তবে ১৮০ টাকা থেকে বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]