
ছয় দিন পতনের পর মাথা তুলেছে শেয়ার বাজারের সূচক; সপ্তাহের তৃতীয় দিন ৭৩ পয়েন্ট যোগ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে।
সূচকের ঘরে আগের দিনের ৫ হাজার ৬২৯ পয়েন্ট নিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকার শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছিল। দিনশেষে ডিএসইএক্স পৌঁছেছে ৫ হাজার ৭০২ পয়েন্টের ঘরে।
অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধিতে বাজার মূলধন এক দিনেই বেড়েছে তিন হাজার ৪১০ কোটি টাকা। আগের ছয় দিনের পতনে বাজার মূলধন থেকে দশ হাজার কোটি টাকার বেশি হারিয়েছিল ডিএসই।
মঙ্গলবার সূচকে বড় উত্থানে টানা পতনের হতাশা থেকে বের হয়ে আসার আশা দেখছেন বিনিয়োগকারীরা।
যদিও লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। সব মিলিয়ে হাতবদল হয়েছে ৫৬২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। সোমবার এ বাজারে ৬২১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]