৯ ব্যাংকের সঙ্গে লেনদেনে চট্টগ্রাম বন্দরের নিষেধাজ্ঞা
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫
৯ ব্যাংকের সঙ্গে লেনদেনে চট্টগ্রাম বন্দরের নিষেধাজ্ঞা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুর্বল নয়টি ব্যাংকের সঙ্গে লেনদেনে সতর্কতা অবলম্বন করতে বলেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এসব ব্যাংক থেকে ইস্যুকৃত সব ধরনের পে-অর্ডার, চেক, ব্যাংক গ্যারান্টি গ্রহণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।


গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর সব বিভাগীয় প্রধানদের চিঠির মাধ্যমে এ নির্দেশ দেন।


ব্যাংকগুলো হলো—গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন খাতে টাকা পায়। জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে কিছু ব্যাংকের পে-অর্ডার ও চেক ক্যাশ করা যাচ্ছে না।


তিনি বলেন, ভবিষ্যতে আরও জটিলতা এড়াতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগগুলোকে নোটিশ দেওয়া হয়েছে।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com