‘ক্রেডিট কার্ডে কেনা যাবে কোরবানির পশু’
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১৩:০১
‘ক্রেডিট কার্ডে কেনা যাবে কোরবানির পশু’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ঢাকায় ২৫ লাখ পশু কোরবানি করা হবে জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন এবার পশুর হাটে ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধার সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমে পশু বেচাকেনা করা যাবে।


বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।


মেয়র বলেন, এ বছর কোরবানিকে কেন্দ্র করে রাজধানীতে ৭৫ হাজার কোটি টাকার বাণিজ্য হবে। তাছাড়া শুধু ঢাকাতেই পশু বিক্রি হবে ৬০ হাজার কোটি টাকার এবং ২৫ লাখ পশু কোরবানি হবে।


এই বিপুল পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়ন করতে এসময় সংশ্লিষ্ট সবাইকে তাগিদ দেন ডিএনসিসি মেয়র।


তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনায় ৪৮০টি যানবাহন ব্যবহার করবে করপোরেশন। বর্জ্য সরাতে ১০ লাখ ৪০ হাজার পলিব্যাগ সরবরাহ করা হবে বলে উল্লেখ করেন তিনি।


তাছাড়া, এবার পশুর হাটে ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা থাকবে বলে ডিএনসিসি মেয়র জানান। তিনি বলেন, এবার ক্রেডিট কার্ডের মাধ্যমে পশু বেচাকেনা করা যাবে। হাসিলও পরিশোধ করা যাবে অনলাইনে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com