
প্রতি সপ্তাহে গ্রাহকদের জন্য বেশকিছু প্রয়োজনীয় পণ্য খুচরা বাজারের চেয়ে কম দামে কেনার সুবিধা দিচ্ছে সুপারশপ ‘স্বপ্ন’ । এছাড়া রমজানকে ঘিরেও কিছু পণ্যে থাকছে বিশেষ ছাড়।
এদিকে সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন রমজানে প্রতিবারের মত এবারও বাজার সহনশীল রাখার কার্যক্রম পরিচালনা করছেন। তাদের এই কার্যক্রমের অংশ হিসেবে ২২ ও ২৩ মার্চ (শুক্র ও শনিবার) খোলা বাজারের চেয়ে কম দামে বেশকিছু পণ্য গ্রাহকদের নিকট বিশেষ ছাড়ে বিক্রি করবে সুপারশপ ‘স্বপ্ন’।
বিশেষ ছাড়ে মিলবে যেসব পণ্য-
বেগুন প্রতি কেজি ৪৫ টাকা, মসুর ডাল ১১২ টাকা, ছোলা ১০২ টাকা, নাজিরশাল প্রিমিয়াম চাল ৭৩ টাকা, শসা ৫৫ টাকা, কাঁচা মরিচ কেজি ৭৮ টাকা, মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার – ১০০০ গ্রাম ৮০৬.৪০ টাকা , পুষ্টি সয়াবিন তেল- ৫ লিটার ৭৫০ টাকা। ভ্যাট মুক্ত থাকবে এসব পণ্যের মূল্য।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]