দুবাইয়ের পর ঢাকায় ফ্লাইবিডি ইন্টারন্যাশনাল ট্যুরিজমের যাত্রা শুরু
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১২:৪৯
দুবাইয়ের পর ঢাকায় ফ্লাইবিডি ইন্টারন্যাশনাল ট্যুরিজমের যাত্রা শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে এবং দেশের বাইরে গ্রুপ ভ্রমণ আয়োজন, এয়ার টিকিট, ভিসা প্রসেসিংসহ বিদেশগামীদের নানা ধরনের সেবা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ফ্লাইবিডি ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড ট্র্যাভেলস।


শুক্রবার (১৫ জুলাই) রাতে রাজধানীর মালিবাগের ডিআইটি রোডে মিলাদ-দোয়া ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।


ফ্লাইবিডি বিজনেস ম্যানেজমেন্টের অফিস উদ্বোধন করেন ওয়ান ব্যাংক লিমিটেডের সিনিয়র কর্মকর্তা মো. কামারুজ্জামান। পরে প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ান ব্যাংক লিমিটেডের সিনিয়র কর্মকর্তা মো. কামারুজ্জামান বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি প্রবাসীরা। প্রবাসীদের ঘাম ঝরানো রেমিট্যান্সেই বৈশ্বিক মন্দার সময়ও দেশ এগিয়ে চলছে। ফ্লাইবিডির মাধ্যমে বিদেশগামীরা সঠিক সেবা পাবে। এছাড়াও ভ্রমণ এবং প্রবাস সংক্রান্ত নানান ধরনের তথ্যসেবা আশা করি প্রতিষ্ঠানটির কাছ থেকে।


প্রতিষ্ঠানটির কর্ণধারদের পক্ষ থেকে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 'ফ্লাইবিডি বিজনেস ম্যানেজমেন্ট' নামে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সেবা দিয়ে তাদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি 'ফ্লাইবিডি ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড ট্র্যাভেলস' ঢাকায় যাত্রা শুরু করেছে।


ফ্লাইবিডি ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড ট্র্যাভেলস দেশে এবং দেশের বাইরে গ্রুপ ভিত্তিক ভ্রমণ আয়োজন, এয়ার টিকিট, ভিসা প্রসেসিংসহ বিদেশগামীদের সকল ধরনের অফিসিয়াল তথ্যাদি দিয়ে সহযোগিতা করবে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জজ কোর্টের আইনজীবী ওয়ারেসুল আলম, ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টের সিইও মাহমুদুল হাসান, শহীদ জিয়া স্কুলের শিক্ষিকা রেহানা বেগম, ব্যবসায়ী শফিকুল ইসলাম, মাসুদুর রহমান, ফ্লাইবিডির বিজনেস ম্যানেজমেন্ট দুবাই অফিসের আব্দুল হকসহ আরও অনেকে।


বিবার্তা/সানজিদা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com