আরএডিপিতে থেকে বরাদ্দ ৫ হাজার কোটি টাকা
প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১৮:২০
আরএডিপিতে থেকে বরাদ্দ ৫ হাজার কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ৫ হাজার ৩০ কোটি ৯ লাখ টাকা থোক বরাদ্দ রাখা হয়, যা মূল এডিপি বরাদ্দের ১ দশমিক ৯৬ শতাংশ। ১ মার্চ, বুধবার শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। এসময় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন।


এনইসি সভা শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এনইসি সভা জানায়, ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপিতে মোট ১ হাজার ৪৪১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ২৫০টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৬টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প ৮৫টি।


এছাড়া ৬৩৩টি অননুমোদিত বরাদ্দবিহীন বিনিয়োগ প্রকল্পের একটি তালিকা, বৈদেশিক অর্থায়ন প্রাপ্তির সুবিধার্থে ১৫০টি অননুমোদিত বরাদ্দবিহীন প্রকল্পের একটি তালিকা এবং স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব অর্থায়নে ২৬টি অননুমোদিত বরাদ্দবিহীন প্রকল্পের একটি তালিকা ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপিতে সংযোজিত রয়েছে। এ সব প্রকল্প অনুমোদন লাভের পর নতুন অনুমোদিত প্রকল্পসমূহে বরাদ্দ প্রদানের জন্য ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপিতে ১৫টি সেক্টরের অনুকূলে ‘থোক বরাদ্দ’ বাবদ রাখা হয়েছে।


এছাড়াও স্থানীয় সরকার বিভাগের অনুকূলে ৫টি উন্নয়ন সহায়তা বাবদ মোট ২ হাজার ৬৫০ কোটি টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে ৩টি উন্নয়ন সহায়তা বাবদ মোট ৪৬০ কোটি টাকা, বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) বাবদ মোট ১০০ কোটি টাকা এবং ‘বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা’ বাবদ মোট ১ হাজার ১৫৯ কোটি টাকা রাখা হয়েছে।


বিবার্তা/রিয়াদ/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com