শিরোনাম
তিতাস গ্যাস দেশের সর্বোচ্চ আয়কর প্রদানকারী প্রতিষ্ঠান
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২, ১৮:৫১
তিতাস গ্যাস দেশের সর্বোচ্চ আয়কর প্রদানকারী প্রতিষ্ঠান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তিতাস গ্যাস টি অ্যান্ড ডি কোং লি. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২১-২২ অর্থ বছরে জ্বালানি শ্রেণিতে সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে পুরস্কার অর্জন করেছে।


বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত জাতীয় ট্যাক্স কার্ড সম্মেলন প্রদান অনুষ্ঠানে তিতাস গ্যাসকে ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত ট্যাক্স কার্ড ও সম্মাননা দেওয়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২১-২২ অর্থ বছরের জন্য সেরা করদাতা হিসেবে এবার মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান করেছে। জ্বালানি ক্যাটাগরিতে তিতাস গ্যাস ছাড়াও সম্মাননা পেয়েছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও পেট্রোমেক্স রিফাইনারি লিমিটেড।


বিবার্তা/রিয়াদ/এসএফ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com