
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২১-২২ কর বছরে ব্যাংকিং খাতে শীর্ষ করদাতার পুরস্কার অর্জন করেছে।
২৯ ডিসেম্বর, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত ট্যাক্স কার্ড ও সম্মাননা দেওয়া অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খানের কাছে এ পুরস্কার ক্রেস্ট ও ট্যাক্স কার্ড হস্তান্তর করেন।
আয়োজিত ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অর্থবিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াছমিন, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. মশিউর রহমানসহ অর্থ মন্ত্রণালয়, এনবিআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিবার্তা/রিয়াদ/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]