
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগামী ১ জানুয়ারি (১ দিন) বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২৮ ডিসেম্বর, বুধবার এনবিআরের মানবসম্পদ ও কর ব্যবস্থাপনা বিভাগের সদস্য শাহীন আক্তার এই তথ্য জানিয়েছেন।
বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিশেষ পরিস্থিতির কারণে এনবিআর নিজস্ব ক্ষমতাবলে ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বৃদ্ধি করে। ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার তা ১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।
বিবার্তা/রিয়াদ/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]