
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দ চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার ফাইজুর রহমানের সঙ্গে মতবিনিময় করে পোশাক আমদানি-রফতানি কার্যক্রম সহজ করার আহ্বান জানিয়েছেন।
২২ অক্টোবর, শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বরাতে এমনটি জানা গেছে। বিজিএমই এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এই প্রতিনিধিলের নেতৃত্ব দেন।
এসময় তিনি পোশাক শিল্প সম্পর্কিত কাস্টম বিষয়ক সমস্যাদি যথাক্রমে-এইচএস কোড সংক্রান্ত জটিলতা নিরসন, কাটিং তদারকি পরিহার, শর্ট শিপমেন্ট সংক্রান্ত তথ্য এসাইকুড়া ওয়ার্ড সিস্টেমে জরুরি হালনাগাদের অনুরোধ করেন।
গত বৃহস্পতিবারের এই মতবিনিময়ে বিজিএমই এর সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজিম, রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মো. হারুন-অর-রশিদ, রাজীব চৌধুরী ও ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]