
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড। বুধবার (২২ জুন) শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৮৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ১ হাজার ৬০৪ বারে ১১ লাখ ৩৭ হাজার ৯৮২টি শেয়ার লেনদেন করে। দাম বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। বুধবার কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪২ টাকা ৫০ পয়সা বা ৮.৫৯ শতাংশ বেড়েছে।
বুধবার দাম বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- আলিফ ম্যানুফ্যাকচারিং, ফাইন ফুডস, ইনটেক, মিরাকল ইন্ডাস্ট্রিজ, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, সাফকো স্পিনিং ও সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।
বিবার্তা/রিয়াদ/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]