
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
এদিন বেলা ১০টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৬৫ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫১৪ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬২৭ পয়েন্টে।
এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৩৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১১০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৬২ পয়েন্টে অবস্থান করছে।
বিবার্তা/ইমরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]