শিরোনাম
ইউএস-বাংলার ফ্লাইট শুরুর মাধ্যমে বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি যোগাযোগ বৃদ্ধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২১, ১৮:৪৮
ইউএস-বাংলার ফ্লাইট শুরুর মাধ্যমে বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি যোগাযোগ বৃদ্ধি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের অন্যতম বেসরকারী এয়ারলাইন্স। প্রবাসী বাংলাদেশীদের সেবা দেয়ার ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর থেকে ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরে উল্লেখ করেছেন, “বাংলাদেশী এয়ারলাইন্স ইউএস-বাংলার ফ্লাইট শুরুর মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।”


বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স সপ্তাহে তিনদিন ঢাকা থেকে মালে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। প্রতি রবি, মঙ্গল ও শুক্রবার ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা করছে এবং একই দিন মালে থেকে ঢাকা রুটেও ফ্লাইট পরিচালিত হচ্ছে। লক্ষাধিক প্রবাসী বাংলাদেশীরা মালেতে জীবিকা নির্বাহ করছে। ইউএস-বাংলা মাস্কাট, দোহা, দুবাই, সিঙ্গাপুর, কুয়ালালামপুরের ধারাবাহিকতায় মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশী শ্রমিক ভাইদের সেবা দেয়ার জন্য ফ্লাইট শুরু করেছে।


বাংলাদেশী পর্যটকরা ইউএস-বাংলার সরাসরি ফ্লাইট শুরু হওয়ায় মালদ্বীপ ভ্রমণে উৎসাহিত হচ্ছে। সেই সঙ্গে মালদ্বীপের নাগরিকদের বাংলাদেশের পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণে উৎসাহিত করতে কাজ করছে ইউএস-বাংলা।


দুই দেশের মধ্যে পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রত্যক্ষ ভূমিকা পালন করছে।


বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর ঢাকা-মালে-ঢাকা রুটে রিটার্ণ ভাড়া নূন্যতম ৪৫,৫৪৫ টাকা।


বিবার্তা/বিপ্লব/জেএইচ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com