শিরোনাম
ক্ষতিগ্রস্ত ই-কমার্স গ্রাহকদের দায় সরকার নেবে না : বাণিজ্যমন্ত্রী
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ১৮:৩০
ক্ষতিগ্রস্ত ই-কমার্স গ্রাহকদের দায় সরকার নেবে না : বাণিজ্যমন্ত্রী
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যেসব ই-কমার্স প্রতিষ্ঠান অনিয়ম ও দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। তবে লোভে পড়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় সরকারের নয় বলেও জানিয়েছেনতিনি।


শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে রংপুরে বেসরকারি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধনকালে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে অন্তত ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত। গ্রাহকরা লোভে পড়ে কম মূল্যে পণ্য কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কমে পণ্য কিনতে তো সরকারকে জানায়নি। তাদের (গ্রাহকদের) ক্ষতির দায় সরকার নেবে কেন? তবে যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি রয়েছে, তাদের বিরুদ্ধে কাজ করছে সরকার।


তিনি আরো বলেন, সরকার চায় ই-কমার্স ব্যবসা ভালো করুক। এখন পর্যন্ত ১০-১২টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।


পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতে বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে। সেই দেশে দাম বাড়ায় আমাদের দেশেও পেঁয়াজের দাম বেড়েছে। ভারতে দাম কমলে এখানেও কমে আসবে। তবে বাজার মনিটরিং করা হচ্ছে। এছাড়া বিশ্ব বাজারে চিনির দাম বেশি হওয়ায় দেশে এর প্রভাব পড়েছে।


এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি প্রমুখ।


বিবার্তা/শাহিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com