শিরোনাম
পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৪
পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের পুঁজিবাজারে টানা ৫ কার্যদিবস পর বুধবার (২৪ ফেব্রুয়ারি) সূচক উত্থান ধারায় ফিরেছে। তবে, লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।


জানা গেছে, ডিএসই’র প্রধান সূচক আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স ৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই’র অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৬ পয়েন্টে অবস্থান করছে।


ডিএসইতে লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৫৩০ কোটি ৩৫ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৯১ কোটি ৮১ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৯০ টির, কমেছে ৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৮ টি শেয়ার দর।


অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯০ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯১ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১২৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪০৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২১৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১২ টির, কমেছে ৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৯০ লাখ টাকা।


বিবার্তা/আদনান/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com