শিরোনাম
ব্লক মার্কেটে ১০ কোটি টাকার উপরে শেয়ার লেনদেন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৮
ব্লক মার্কেটে ১০ কোটি টাকার উপরে শেয়ার লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (১৭ ফেব্রুয়ারি) ১০ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এস এস স্টিলের।


ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে এস এস স্টিলের ৩ কোটি ৩২ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ মার্কেটে লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড। কোম্পানির ২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় অবস্থানে আছে স্কয়ার ফার্মা।


ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৪ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪৭ লাখ ৯০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬৬ লাখ ৪১ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪১ হাজার টাকার লেনদেন হয়েছে।


বেক্সিমকোর ৫ লাখ ১১ হাজার টাকার, ডেল্টা স্পিনার্সের ৬ লাখ টাকার, ইস্টার্ন ব্যাংকের ১৯ লাখ ৮২ হাজার টাকার, খুলনা পাওয়ারের ২০ লাখ ৪৪ হাজার টাকার, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৩৮ লাখ টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ৭ লাখ ৫৪ হাজার টাকার, মীর আক্তারের ৭ লাখ ৬২ হাজার টাকার লেনদেন হয়েছে। এছাড়া, পাওয়ার গ্রিডের ৮ লাখ ৯৬ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৯ লাখ ৪০ হাজার টাকার, সায়হাম কটনের ৮ লাখ টাকার, সি পার্ল বিচের ১১ লাখ ৩৪ হাজার টাকার এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৫৯ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com