
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বেড়েছে। বুধবার (৬ জানুয়ারি) থেকে এই দাম সারা দেশে কার্যকর হবে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি স্বর্ণের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে। পরে সেটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৬৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৭৫২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের অলংকারের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৪৩০ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরে অস্থিরতা ও তেল দাম নিম্নমুখী হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা চলছে। ইতিমধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৯৫০ ডলার ছুঁয়েছে।
দিলীপ কুমার আগরওয়ালা বলেন, নানা জটিলতায় দেশে বৈধভাবে সোনা আমদানিও হচ্ছে না। আবার গত এক সপ্তাহে দেশের বুলিয়ন মার্কেটে পাকা সোনার দাম ভরিতে সাড়ে তিন হাজার টাকা বেড়েছে। সেই হিসেবে আমাদের অন্তত তিন হাজার দাম বাড়ানো প্রয়োজন ছিল। তবে বর্তমানে বিয়ের মৌসুম চলছে। দাম বেশি বাড়ানোর হলে বিরূপ প্রতিক্রিয়া হবে। তাই ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]