বলিউড সিনেমায় লড়বে অজয়, নাচবে জ্যাকি চ্যান
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১০:২৭
বলিউড সিনেমায় লড়বে অজয়, নাচবে জ্যাকি চ্যান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

অ্যাকশন সুপারস্টার বললে জ্যাকি চ্যানের নামটাই সামনে আসে। তার দুর্দান্ত পারফর্ম এখনও দর্শকের হৃদয়ে জোয়ার তোলে। তিনি এবার পর্দা ভাগ করবেন বলিউডে। দেখা যাবে বলিউড অভিনেতা অজয় দেবগনের সঙ্গে।


নতুন সিনেমা ‘ক্যারাটে কিড: লেজেন্ডস’ ছবিতে দেখা যাবে তাদের। ছবির প্রোমোশনের অংশ হিসেবে এর টিজারে তাদের মধ্যে দেখা যায় এক হালকা মেজাজে কথোপকথন, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে।


সনি পিকচার্স ইন্ডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, মিস্টার হ্যান চরিত্রে ফিরছেন জ্যাকি চান। তিনি মজা করে অজয়কে বলেন, ‘তুমি লড়াই করো, আমি নাচি’ অর্থাৎ অ্যাকশন অজয় সামলালে, তিনি চান শুধুই নাচ করতে।


এমন মন্তব্যে দুই তারকাই হেসে ফেলেন এবং জ্যাকিকে বলিউডের নাচের ছন্দে হাত-পা নাড়তেও দেখা যায়। তিনি বলেন, ২০১৭ সালের ভারত-চিন যৌথ প্রযোজনার ছবি ‘কুং ফু যোগা’র কথা, যেখানে বলিউড তারকাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে ভারতীয় নাচের সঙ্গে পরিচিত হয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা এখনও তার মনে গেঁথে রয়েছে।


অন্যদিকে, সাধারণত গম্ভীর ও রাশভারী ভাবমূর্তিতে পরিচিত অজয় দেবগণকে এই টিজারে একেবারে প্রাণবন্ত দেখা গেছে। ভক্তরা এমন অজয়কে দেখে বেশ উচ্ছ্বসিত। ভিডিওটি পোস্ট হওয়ার পরপরই নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে।


‘ক্যারাটে কিড: লেজেন্ডস’-এর কাহিনি নিউ ইয়র্ক শহরে আবর্তিত। চিন বংশোদ্ভূত এক কুং ফু প্রতিভাবান কিশোর লি ফং-এর জীবন সংগ্রাম, নতুন স্কুলে মানিয়ে নেয়া, নতুন বন্ধুত্ব গড়ে তোলা এবং একজন স্থানীয় কারাটে চ্যাম্পিয়নের সঙ্গে চূড়ান্ত মুখোমুখির প্রস্তুতির কাহিনি তুলে ধরা হয়েছে।


তার পাশে থাকবে দুই মেন্টর—মিস্টার হ্যান (জ্যাকি চান) ও ড্যানিয়েল লারুসো (র‍্যাল্ফ ম্যাকিও)। গল্পে থাকবে আত্ম-অন্বেষণ, সাহস এবং ব্যক্তিগত বিকাশের স্পর্শ। ‘ক্যারাটে কিড: লেজেন্ডস’ মুক্তি পাবে চলতি মাসের ৩০ মে।


বিবার্তা/এমবিa

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com