পরিচালকের মুখে কালি মাখালেই লাখ টাকা পুরস্কার!
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১৬:১৭
পরিচালকের মুখে কালি মাখালেই লাখ টাকা পুরস্কার!
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে বলিউডের পরিচালক ও অভিনেতা অনুরাগ কাশ্যপ। এ নিয়ে ক্ষমাও চেয়েছেন এই তারকা। কিন্তু এতেও শান্ত হয়নি ব্রাহ্মণ সম্প্রদায়। বরং তারা এক ঘোষণায় জানান, এই পরিচালকের মুখে কালি ছেটাতে পারলে নগদ ১ লক্ষ টাকা পুরস্কার দেবে তারা।


ভারতীয় গণমাধ্যমের খবর, গত শনিবার ব্রাহ্মণ সম্প্রদায়দের গোষ্ঠী একটি বৈঠক করে। সেখানকার এক পণ্ডিত বলেন, ‘অনুরাগ কাশ্যপের মন্তব্য দুর্ভাগ্যজনক। ব্রাহ্মণের বিরুদ্ধে কুমন্তব্য নিয়ে শিক্ষা দেওয়া উচিত।’


আর সেখানেই অনুরাগ ক্যাশপকে শাস্তিস্বরূপ তার মুখে কালি মাখানোর নিদান দেওয়া হয়। যে এই কাজ করতে পারবে তার জন্য ১ লক্ষ রুপি নগদ পুরস্কার করা হবে বলেও ঘোষনা করা হয়।


যদিও এ প্রসঙ্গে পরিচালকের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


প্রসঙ্গত, অনন্ত মহাদেবনের আগামী ছবি ‘ফুলে’ তে সেন্সরের কাঁচি পড়ার পর অনন্তের পক্ষ নিয়ে সরব হয়েছেন অনুরাগ। আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। অনুরাগের পোস্টে একজন নেটিজেন তাকে আক্রমণ করেন। তখনই পরিচালক লেখেন, ‘ব্রাহ্মণেদের ওপরে আমি মূত্রত্যাগ করি… সমস্যা আছে?’ এরপরই বিতর্ক তুঙ্গে ওঠে। শুক্রবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। আর তারপরই নিজের মন্তব্যের ক্ষমাপ্রার্থী হলেন তারকা পরিচালক।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com