
সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, পুকুর পাড়ে মিষ্টি হাসিতে অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘সুখী হওয়ার অনেক সুন্দর কারণ আছে।’
ছবিতে দেখা যায়, পুকুর পাড়ের সিঁড়িতে বসে রয়েছেন তিনি। খোলা চুলে, মিষ্টি হাসিতে যেন পূর্ণিমাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা তার রূপের প্রশংসা করেছে।
সোহেল রেজা নামে এক ভক্ত লিখেছেন, ‘চমৎকার সুন্দর ছবিগুলো, সবার জন্য শুভকামনা রইল বিজয় মাসে বিজয় মাসের শুভেচ্ছা।’ আরেকজন বলেন, ‘মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে।’
অনেকেই এ ছবি দেখে কটাক্ষ করেছেন। মিজানুর রহমান নামে একজন লিখেছেন, ‘খালাম্মা মিষ্টি ফটো, লাবণ্য ধরে রাখতে হবে কিন্তু, ২৬-এ ভোটের প্রচারণা আছে।’
উল্লেখ্য, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]