
শীতের সকালে প্রকৃতির কোলে জয়া আহসান। অভিনেত্রী মন দিয়েছেন চাষাবাদে। বাড়ির বাগানে সময় দিচ্ছেন অভিনেত্রী। শীতের সব্জি তুলছেন মন দিয়ে।
১০ ডিসেম্বর, মঙ্গলবার সমাজমাধ্যমে অনুরাগীদের জন্য তারই ঝলক তুলে ধরলেন অভিনেত্রী।
সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন জয়া। সেখানে দেখা যাচ্ছে, ফুলকপি, ধনেপাতা, বেগুন-সহ আরও শীতের সব্জি হাতে করে তুলছেন জয়া। সঙ্গে রয়েছে বেশ কিছু পোষ্য।
ভিডিও'র ক্যাপশনে জয়া লিখেছেন, ‘‘প্রকৃতির কোলে রোদ এবং ধুলো মাখা হাত। বাগান করার জীবনটাই সেরা।’’
নিজের মতো করে মন ভাল রাখার সুযোগ খুঁজে নিয়েছেন জয়া। তিনি বলেন, তাঁর পরিবারেরই বাগানে শীতের সব্জি চাষ করা হচ্ছে। জয়া বললেন, ‘‘আমি প্রকৃতিপ্রেমী মানুষ। সে গাছপালা হোক বা ছাদবাগান, সময় দিতে ভাল লাগে।’’ জয়ার মতে, তাঁর পরিবারে প্রত্যেকেরই প্রকৃতির প্রতি আলাদা রকমের ভালবাসা রয়েছে। সেই সূত্রে অভিনেত্রীর মধ্যেও সেই গুণ প্রবেশ করেছে। বললেন, ‘‘এই মুহূর্তে আমি ঢাকাতেই রয়েছি। এখানেই বাগানে একটু সময় কাটাচ্ছি।’’
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]