বাড়িতে তল্লাশির পর
শিল্পার স্বামীকে তলব করল ইডি, পর্নোগ্রাফিকাণ্ডে জিজ্ঞাসাবাদ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৫:০৯
শিল্পার স্বামীকে তলব করল ইডি, পর্নোগ্রাফিকাণ্ডে জিজ্ঞাসাবাদ
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি।
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। মূলত চলতি সপ্তাহে পর্নোগ্রাফিকাণ্ডের তদন্তে মুম্বাই ও উত্তরপ্রদেশের অন্তত ১৫ জায়গায় তল্লাশি চালিয়েছে সংস্থাটি। শুধু তাই নয়, অভিনেত্রীর স্বামী রাজ কুন্দ্রাকেও তলব করেছে ইডি।


এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে রাজ জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্থার সঙ্গে এই তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন তিনি। কোনোভাবেই সত্যকে ঢাকা যাবে না বলেও দাবি করেন রাজ। বাড়িতে ইডি তল্লাশির সঙ্গে শিল্পার প্রসঙ্গ টানায় গণমাধ্যমের প্রতি অসন্তোষ প্রকাশও করেন এই শিল্পপতি।


জানা গেছে, পর্নোগ্রাফিকাণ্ডে শিল্পার স্বামী তথা মুম্বাইয়ের শিল্পপতি রাজকে তলব করেছে ইডি। পর্নোগ্রাফি মামলায় আর্থিক তছরুপের অভিযোগের তদন্ত করছে তারা। গত ২৯ নভেম্বর মুম্বাইতে রাজের বাড়ি এবং দপ্তরে তল্লাশি চালান কেন্দ্রীয় আধিকারিকরা। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য রাজকে ডেকে পাঠায় ইডি।


ইডির মুম্বাইয়ের দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হবে রাজকে। আগামীকাল ২ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে।


এর আগে, ২০২১ সালের জুন মাসে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে রাজকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। এ কারণে দুই মাস জেলেও থাকতে হয়েছে তাকে। পরে ওই বছরের সেপ্টেম্বরে জামিন পান রাজ। পর্নোগ্রাফি মামলায় রাজকেই মূল চক্রান্তকারী হিসাবে চিহ্নিত করেছিল পুলিশ।


পর্নোগ্রাফিকাণ্ডের তদন্তে নেমে ‘হটশট’ নামে বিশেষ একটি অ্যাপের সন্ধান পেয়েছিল মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। ওই অ্যাপের নিয়ন্ত্রণ সংস্থার মালিক ছিলেন রাজ। একাধিক সার্ভার থেকে পর্নোগ্রাফি ভিডিও, স্বল্প ও লম্বা দৈর্ঘ্যের ছবি মিলে ছিল। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে এ ধরনের ছবি তৈরি করতেন রাজ। তারপর বিক্রি করতেন সেসব। বিদেশ পর্যন্ত এই চক্র বিস্তৃত বলেও অভিযোগ উঠেছিল।


যদিও রাজ অবশ্য প্রথম থেকেই দাবি করেছেন, পর্নোগ্রাফি ভিডিও তৈরির সঙ্গে কোনোভাবেই জড়িত নন তিনি। এ মামলায় তাকে ‘বলির পাঁঠা’ করা হয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন এই শিল্পপতি।


পর্নোগ্রাফির পাশাপাশি বিটকয়েন দুর্নীতিতেও নাম জড়িয়েছে রাজের। চলতি বছরের শুরুর দিকে ইডি রাজ-শিল্পার ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। অভিযোগ, বিটকয়েন দুর্নীতির মাধ্যমে ওই সম্পত্তির মালিকানা পেয়েছেন তারা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com