
গায়ক দিলজিৎ দোসাঞ্জ। পাঞ্জাবি গান গেয়ে জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি। তারপর হিন্দি সিনেমায় পদার্পণ। কিছু হিট সিনেমায় অভিনয় করেছেন। তেমনই হিন্দি ছবিতে ব্যবহৃত হয়েছে তার গান।
সম্প্রতি কলকাতা শহরের সংস্কৃতির আঁতুড়ঘর কফি হাউসে ঢুঁ মারলেন তিনি। বৃষ্টিভেজা কলেজ স্ট্রিটে পৌঁছে নিরাপত্তারক্ষীদের নিয়ে কফি হাউসের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন।
যেখানে একসময়ে আড্ডা দিতেন বাংলা সংস্কৃতির মহারথীরা। শহরের হৃৎস্পন্দন শুনতে দিলজিৎও পৌঁছে গেলেন ঠিক সেখানে। মেন্যুকার্ড দেখে কফি অর্ডার করলেন। টেবিলে খাবার পৌঁছতেই হাসিমুখে বেয়ারার সঙ্গে কুশল মঙ্গল বিনিমিয় করেই ধোঁয়া ওঠা কফির পেয়ালা চুমুক দিলেন।
আর টেবিলও বেছে নিলেন কোনটা? ঠিক যেখানে জীবনানন্দ দাশের ফ্রেম বাঁধানো। গায়কের নান্দনিক বোধের প্রশংসা না করলেই নয়। ততক্ষণে পাঞ্জাবি পপস্টার আসার খবরে শোরগোল কলেজ স্ট্রকিট চত্বরে।
কফি হাউসে আসা সকলের ক্যামেরার তাক দিলজিতের দিকে। সেই সমস্ত মুহূর্তই ক্যামেরাবন্দি করল গায়কের টিম। সুপারস্টার সুলভ কোনও হাবভাব নেয়। এক গাল হাসিতে সকলকে আপন করে নিয়েছেন।
এদিকে হলুদ ট্যাক্সিতে চড়ে হাওড়া ব্রিজ, মল্লিক ঘাটের ফুল বাজার, কোলে মার্কেট, বড়বাজার ঘুরে পাঞ্জাবি পপস্টার আদ্যোপান্ত ‘ঘরের লোকে’র মতোই ধরা দিয়েছেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]