রটারডাম উৎসবে ‘কাজলরেখা’
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ২৩:৩০
রটারডাম উৎসবে ‘কাজলরেখা’
প্রিন্ট অ-অ+

নেদারল্যান্ডসের রটারডাম চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘কাজলরেখা’।


উৎসবের ৫৪তম আসরে 'লাইমলাইট বিভাগে' প্রদর্শিত হবে সিনেমাটি।


সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, রটারডাম ফিল্ম ফেস্টিভাল সবসময় এক্সপেরিমেন্টাল ফিল্মগুলোকে বেশি প্রাধান্য দেয়। চারশ বছরের পুরনো মৈমনসিংহ গীতিকার রূপকথাকে কীভাবে সিনেমা আকারে স্ক্রিনে তুলে ধরলাম সেটাই তাদের আগ্রহী করে তুলেছে।


আগামী বছরের ৩০ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে জানিয়ে তিনি বলেন, সিনেমাটি নিয়ে আমরা সেখানে যাচ্ছি, এটা অন্যরকম আনন্দের এবং আমি সম্মানিত অনুভব করছি।


‘কাজলরেখা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে মঞ্চ থেকে উঠে আসা মন্দিরার বড় পর্দায় অভিষেক হয়েছে এই সিনেমা দিয়ে।


সিনেমায় রাজা হয়েছেন ‘পরাণ’ ও ‘হাওয়া’ চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা শরীফুল রাজ। ‘কঙ্কণ দাসী’র খলচরিত্রে কাজ করেছেন রাফিয়াত রশিদ মিথিলা।


আরও অভিনয় করেছেন খাইরুল বাশার, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, গাউসুল আলম শাওন, সাদিয়া আয়মানসহ অনেকে।


সিনেমার গল্পে দেখা গেছে, শুক পাখির কথায় কিশোরী কাজলরেখাকে বনবাসে পাঠিয়ে দেয় তার জন্মদাতা পিতা। সেখানেই শুরু হয় তার দুর্ভাগ্যের যাত্রা। একদিন বনে গিয়ে সুচরাজার জীবন বাঁচায় কাজলরেখা। তাকে বিয়ে করতে চায় সুচরাজা। কিন্তু নিজের পরিচয় গোপন করে সুচরাজাকে বিয়ে করে কঙ্কণ দাসী।


সিনেমার 'হলুদ রে তুই', 'কইন্ন্যা আঁকে গো আলপনা', 'বাপ মোরে কই লইয়া যাও গো' সহ বেশকিছু গান দর্শকপ্রিয় হয়েছে। সিনেমার সুর ও সংগীত গবেষণা করেছেন কফিল আহমেদ ও ইমন চৌধুরী।


‘কাজলরেখা’ সিনেমার শুটিং হয়েছে নেত্রকোণার দুর্গাপুর, খুলনা সুন্দরবন, কক্সবাজার, সিলেটের হাওড় ও রাজধানীর মিরপুরে।


সিনেমাটি গত শনিবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাচ্ছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com