
প্রথম মন্দিরে বিয়ের পর ফের রাজকীয়ভাবে দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ ও বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সেই বিয়ের সব ছবি। যদিও কিছুদিন আগে সাদামাটা সাজে বিয়ে সেরেছিলেন অদিতি-সিদ্ধার্থ। তবে এবার প্রথম বর-বধূবেশে দেখা মিলল তাদের।
রাজস্থানের বিষাণগড়ের আলিলা ফোর্টে অদিতি ও সিদ্ধার্থের বিয়ের আয়োজন করা হয়েছিল। দম্পতির চোখ ধাঁধানো ছবি সামনে আসতেই ভালোবাসায় ভরিয়েছে অনুরাগীরা। আবেগঘন হয়ে অভিনেত্রী অদিতি লিখেছেন, সারাজীবনের জন্য একে অপরকে ধরে রাখার মতো ভালো আর কিছু নেই।
বিয়ের পোশাকের জন্য বলিউডের পথে হেঁটেই সব্যসাচীর ডিজাইনার লেহঙ্গাকে বেছে নিয়েছেন 'পদ্মাবত'র এই অভিনেত্রী। দ্বিতীয়বারের বিয়েতে অদিতি পরেছেন লাল রঙের ফুল হাতা লেহেঙ্গা, টেনে বিনুনি করে বাঁধেন চুল।
অভিনেত্রীর নাকে বড় টানা নথ আর গলায় ও কানে ছিল ভারী জড়োয়ার গয়না। অন্যদিকে, সিদ্ধার্থের পরনে ছিল মুক্তো রঙা শেরওয়ানি, সঙ্গে মানানসই গয়না।
এর আগে, মন্দিরে দক্ষিণী রীতি মেনে বিয়ে করেছিলেন অদিতি। সেই বিয়েতে দক্ষিণী রীতি মেনেই সাদা রঙের পাঞ্জাবি ও সোনালি পাড়ের ধুতি পরেছিলেন সিদ্ধার্থ। অন্যদিকে, অদিতির পরনে ছিল সোনালি পাড়ের তসর রঙা লেহেঙ্গা।
দ্বিতীয় বিয়ের জন্য অদিতি বেছে নিয়েছেন তথাকথিত লাল রং। একেবারে রাজকীয় বিয়ের সাজে একে অপরের সঙ্গে ফটোশ্যুট সারেন এই তারকা জুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের ভক্ত-অনুরাগীরা।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]