
জনপ্রিয় অভিনেত্রী কাজলের নতুন ছবি আসছে। আর সেই ছবির শ্যুটিং শেষ করে সোশ্যাল মিডিয়ায় তিনি একাধিক ছবি পোস্ট করেছেন। একই সঙ্গে পোস্টে সহকর্মীদের উদ্দেশ্যে লিখলেন আবেগঘন কথা।
কাজল এদিন সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে প্রথম ছবিতে তাকে তার ছবির গোটা টিমের সঙ্গে দেখা যাচ্ছে। অভিনেত্রীর পরনে শার্ট এবং কালো প্যান্ট। কেক কাটতে এবং তারপর একে অন্যকে সেই কেক খাইয়ে দিতেও দেখা যায় তাদের।
এই ছবিগুলো পোস্ট করে কাজল এদিন লেখেন, ‘অ্যান্ড, ইটস র্যাপ। আরও একটা প্রজেক্ট শেষ হল। আরও একটা পরিবার বিয়োগ হবে। আরও একটা ম্যারাথন শেষ হল। আমি এই মানুষগুলোরবাছে খুব কৃতজ্ঞ এত সুন্দর এবং দুর্দান্ত অভিজ্ঞতা দেওয়ার জন্য যিশু সেনগুপ্ত, নিরঞ্জন, বানি আন্টি তোমাদের সবাইকে খুব মিস করলাম। তোমরাও কেক কাটা মিস করলে। ছবিও। কিন্তু আমরা একে অন্যকে আরও বেশি মিস করবো। আমাদের আবার জলদিই দেখা হবে।’
এদিন এই পোস্ট শেয়ার করতেই অনেকেই কাজলের পোস্টে মন্তব্য করেছেন। তার অনুরাগীরা জানিয়েছেন অভিনেত্রীর নতুন ছবি, নতুন কাজ আসছে জেনে তারা দারুণ খুশি। যদিও কোথায় শ্যুটিং হয়েছে, কোন প্রজেক্টের জন্য শ্যুটিং হয়েছে সেসব পোস্টে জানাননি অভিনেত্রী।
প্রসঙ্গত, কাজল অভিনীত করণ অর্জুন ছবিটি কিছুদিন আগেই আবারও বড় পর্দায় পুনরায় মুক্তি পেয়েছে। সেই ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিটিতে তার সঙ্গে ছিলেন শাহরুখ খান, সালমন খান, ওমরিশ পুরী, মমতা কুলকার্নি, প্রমুখ।
কাজলকে শেষবার দো পাত্তি সিরিজে দেখা গিয়েছিল। সেখানে তার সঙ্গে ছিলেন কৃতি শ্যানন, শাহির। এই সিরিজটির প্রযোজনা করেছেন কৃতি।
আগামীতে কাজলকে মহারাগনি: কুইন্স অব কুইন্সে দেখা যাবে। এটি একটি থ্রিলার। পরিচালনা করেছেন চরণ তেজ উপ্পালাপতি। সেখানে তার সঙ্গে প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ, যিশু সেনগুপ্ত থাকবেন। এছাড়াও থাকবেন আদিত্য শীল, প্রমোদ পাঠক। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]