সালমানের যে ছবিতে অনুরাগীদের মুগ্ধতা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১১:১০
সালমানের যে ছবিতে অনুরাগীদের মুগ্ধতা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাইকের প্রতি সালমান খানের আগ্রহ ও ভালোলাগার কথা অজানা নয় তার ভক্তকূলের। কিন্তু সেই পছন্দের উৎস কী, সেটা এবার খোলাসা করেছেন ভাইজান।


ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন সালমান। একটি ছবিতে পুরনো আমলের বাইকে বসে আছেন তার বাবা চিত্রনাট্যকার প্রযোজক সেলিম খান, পাশে দাঁড়িয়ে আছেন সালমান।


দ্বিতীয় ছবিতে একই বাইকে চড়েছেন সালমান। ছবি পোস্ট করে সালমান লিখেছেন, বাবার প্রথম বাইক। ট্রায়ম্ফ টাইগার ১০০। ১৯৫৬।


ছবির পেছনের গল্প তুলে এনে হিন্দুস্তান টাইমস লিখেছে, সালমান বাইকের প্রতি ভালোবাসা পেয়েছেন তার বাবার কাছ থেকে। সেলিম খানও তার তরুণ বয়সে বাইক পছন্দ করতেন। যা পেয়েছে তার ছেলে।


সালমান বলেন, বাবার প্রথম বাইক আজও যত্ন করে রেখে দিয়েছি। তাতে চড়েই ছবি তুলেছি।


বাবা-ছেলের এই ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সহকর্মী ও অনুরাগীরা।


অভিনেত্রী সঙ্গীতা বিজলানি লেখেন, সেলিম কাকু দারুণ কুল। একজন লিখেছেন, ২ দাবাং, ২ টাইগার।


সালমানকে আগামীতে সিকান্দর সিনেমায় দেখা যাবে। আগামী বছর ঈদে মুক্তি পাবে সিনেমাটি।


এ আর মুরুগাদোসের পরিচালনায় সিকান্দরে সালমানের সঙ্গে থাকবেন কাজল আগরওয়াল ও রশ্মিকা মানদানা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com