‘রোগা’ কাঞ্চনের জন্য পাগল অসংখ্য নারী: শ্রীময়ী
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১৩:১০
‘রোগা’ কাঞ্চনের জন্য পাগল অসংখ্য নারী: শ্রীময়ী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ কিছুদিন আগে ভালোবেসে বিয়ে করেছিলেন। এরই মধ্যে কন্যা সন্তানের জন্মও হয়েছে। সব মিলিয়ে সুখের সংসার কাটছে দুইজনের। এবার কাঞ্চনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তার স্ত্রী শ্রীময়ী।


ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তার বরকে যতই ‘রোগা’, ‘পাতলা’ বলা হোক না কেন, কাঞ্চনের নারী ভক্তের সংখ্যা অগণিত। নারীরা নাকি রীতিমতো পাগল তার জন্য।


শ্রীময়ীর কথায়, এই যে রোগা কাঞ্চনকে দেখছ, কত মহিলা ওর জন্য কাঁদে জানো? দুর্গাপূজায় দেখেছি, একজন হাউহাউ করে কাঁদতে কাঁদতে চেয়ার থেকে পড়ে গেলেন। বলে উঠলেন, কাঞ্চন তুমি আমার…।


এদিকে স্ত্রীর মুখে এমন কথা শুনে লজ্জায় লাল কাঞ্চন। পুরোটাই শ্রীময়ীর বাড়াবাড়ি বোঝাতে চাইলেন তিনি।


কাঞ্চন আর শ্রীময়ীর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরে চলছিল। চার হাত এক হওয়ার পথে বাধা ছিল কেবল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের বিয়ের আইনি বিচ্ছেদ। গেল ১০ জানুয়ারি সেটি সম্পন্ন করেন অভিনেতা। এরপর ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে শ্রীময়ীকে ঘরে তোলেন তিনি।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com