
কসমেটিকস ও হোমকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান পরিবারের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শাকিব খানে সঙ্গে যুক্ত হলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ড বলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শাকিব খানের উপস্থিতিতে রিমার্ক-হারল্যানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তিনি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তাহসান খান বলেন, অথেনটিক কসমেটিকসের জন্য রিমার্ক-হারল্যানের সুনাম শুনেছিলাম বহু আগেই, আজ অফিসিয়ালি যুক্ত হলাম দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের এই প্রচেষ্টার সাথে।
তিনি আরও বলেন, আমি খুবই উচ্ছ্বসিত রিমার্ক-হারল্যানের সাথে যোগ দিয়ে। খুব শিগগিরই রিমার্ক-হারল্যানের বিভিন্ন ব্র্যান্ডের প্রচার প্রচারণায় আমাকে দেখতে পাবেন ভক্তরা।
এদিকে শাকিব খান বলেন, তাহসানের মত মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত। রিমার্ক হারল্যান বিশ্বাস করে তার মতো গুণী মানুষের যুক্ত হওয়ায় একসঙ্গে পথচলা কোম্পানি সাফল্যকে বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান জোনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ রিমার্ক-হারল্যানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এর আগে শাকিবের এই প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন পরীমণি, মিম, সিয়াম, সাবিলা নূর, দীঘি, পূজা চেরী, তানজিন তিশার মতো তারকারা।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]