
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম চলচ্চিত্র 'ভালোবাসা সীমাহীন' এর পরিচালক শাহ আলম মণ্ডল মারা গেছেন।
২৩ নভেম্বর, শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
মানিক নিজের ফেসবুকে লিখেছেন, বাকরুদ্ধ হয়ে গেলাম। প্রিয় শাহ আলম মণ্ডল ভাই আর নেই। খুব কাছের মানুষ ছিলেন। দেখা হলেই দারুণ আড্ডা জমত আমাদের। আর আড্ডা হবে না, আর কথা হবে না। ভাবতেই চোখ ঝাপসা হয়ে আসছে। বড় অসময়ে চলে গেলেন শাহ আলম ভাই। চলে গেলেও আপনি থেকে যাবেন আপনার সৃষ্টিতে, আমাদের অন্তরে। মহান মালিক আপনার আত্মাকে শান্তি প্রদান করুন।
জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহ আলম। শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা নেন মগবাজার কমিউনিটি হাসপাতালে। এরপর অন্য হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে ৫ হাসপাতাল ঘুরে শুক্রবার (২২ নভেম্বর) ভর্তি করা হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরিস্থিতির অবনতি হলে শনিবার (২৩ নভেম্বর) ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তবুও শেষ রক্ষা হলো না।
পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী ছিলেন শাহ আলম মণ্ডল। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও।
উল্লেখ্য, তার নির্মিত ছবিগুলো হচ্ছে ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]