ফের মা হতে চলেছেন সানা খান
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১৪:১৮
ফের মা হতে চলেছেন সানা খান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথম সন্তান জন্মের দেড় বছর পর আবারও মা হতে চলেছেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান।


শুক্রবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ভক্তদের সুখবরটি জানিয়েছেন তিনি।


পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দোয়া করুন যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন।


সম্প্রতি রুবিনা দিলাইকের পডকাস্ট ‘কিসিন বাতায়া নেহি’র সর্বশেষ এপিসোডে হাজির হয়েছিলেন সানা। সেখানে অভিনেত্রী বলেন, ‘প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক।


তিনি আরও বলেন, কিন্তু যখন দেখি যে পুরুষরা তাদের স্ত্রীদের আঁটসাঁট, বা ছোট পোশাক পরতে দেয়, তখন আমি অবাক হই। বুঝতে পারি না সমস্যাটা কোথায়! অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন, সেটা কি আপনার ভালো লাগে?


উল্লেখ্য, ‘বিগবস-৬’ এবং সালমান খানের ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের জন্য দর্শকমহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সানা। ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাঈদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর থেকে পুরোপুরি সংসারেই নিজেকে মেলে দিয়েছেন এই অভিনেত্রী।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com