
ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকার, সঙ্গীত জগতের নক্ষত্র এ আর রহমানের বিচ্ছেদের খবরে স্তম্ভিত বিনোদন জগত । ২৯ বছরের সম্পর্কে ইতি টানছেন রহমান। আর রহমানের বিচ্ছেদ ঘোষণার পরেই তারই টিমের সদস্য বেস গিটারিস্ট মোহিনী দে-ও বিচ্ছেদ ঘোষণা করেছেন। আর তারপর থেকেই এই দুই বিচ্ছেদের মধ্যে যোগসূত্র নিয়ে জল্পনা শুরু হয়েছে নেটমাধ্যমে।
অনেকেই বলছেন রহমান ও সায়রা বানুর বিচ্ছেদের মূল কারণ মোহিনী নিজে। তবে এই জল্পনা ভেঙে সত্যিটা প্রকাশ করেছেন সায়রা বানুর আইনজীবী।
সায়রা বানুর আইনজীবী এই বিচ্ছেদের বিষয়ে আলোচনার সময় এক সংবাদমাধ্যমকে জানান, রহমান ও সায়রা বানুর বিচ্ছেদের সঙ্গে মোহিনী দে-র কোনো সম্পর্ক নেই। তিনি এও জোর দিয়ে বলেন যে, সায়রা এবং এ আর রহমান নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এর সঙ্গে অন্য কোনো তৃতীয় ব্যক্তির কোনো সম্পর্ক নেই।
রহমানের সহযোগী গিটারিস্ট মোহিনীর বিচ্ছেদের পরে সমাজমাধ্যমে বহু মানুষ দুটি ঘটনাকে সম্পর্কযুক্ত বলে ভাবতে ও আলোচনা করতে শুরু করেন।
অনেকেরই ধারণা যে, এই বাঙালি মেয়ের কারণেই ঘর ভেঙেছে এ আর রহমানের। তবে এই ধারণা সম্পূর্ণ ভুল বলেই জানিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। মূলত সম্পর্কের তিক্ততার কারণেই এই বিচ্ছেদ ঘটছে বলে দাবি আইনজীবীর।
তিনি জানান যে, এটি একটি বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সম্মানজ্ঞাপনপূর্বক বিচ্ছেদ হতে চলেছে, দুজনের কেউই আলগাভাবে এই সিদ্ধান্ত নেননি, আর এর কারণে এই বিয়েকে আপনি ভুল বা মিথ্যেও বলতে পারবেন না। সূত্র: এবিপিআনন্দ
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]