
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন। সিনেমার নাম ‘স্টিচেস’। ফরাসি নির্মাতা অ্যালিস উইনোকোর পরিচালিত সিনেমাটিতে জোলি চলচ্চিত্র নির্মাতার ভূমিকায় অভিনয় করবেন।
ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, জোলির ‘স্টিচেস’ সিনেমার গল্পের মূল প্লটটি প্যারিসের ফ্যাশন জগৎ নিয়ে, যেখানে ফ্যাশন উইকের সময় তিন নারীর জীবন একত্রিত হয়। অভিনেত্রী এ সিনেমায় একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করবেন।
এটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফ্রিম্যান্টল, অ্যাপার্টমেন্ট ও নেটফ্লিক্স। সিনেমাটি ডিস্ট্রিবিউশন করবে পাওয়ার হাউজ প্যাথি ফিল্মস।
ফরাসি ও ইংরেজি ভাষায় নির্মিত হবে সিনেমাটি। তবে এর শুটিং কবে থেকে শুরু হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি। জোলির সর্বশেষ চলচ্চিত্র ‘মারিয়া’ এরই মধ্যে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। পেয়েছে প্রশংসাও।
‘মারিয়া’ এর চিত্রনাট্য লিখেছেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’ এর স্রষ্টা স্টিভেন নাইট। সিনেমায় দেখানো হয়েছে অপেরা গায়ক মারিয়া ক্যালাসের জীবনের শেষ দিনগুলো। সিনেমাপ্রেমীদের অনেকেই মনে করছেন, মারিয়া ক্যালাস চরিত্রে অভিনয়ের জন্য জোলি পেতে পারেন অস্কার। আগামী বছর ১০ জানুয়ারি যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। সিনেমাটি পরিচালনা করেছেন পাবলো লাররাইন।
সাম্প্রতিক সময়ে ব্যক্তি জীবন নিয়ে বেশ আলোচনায় ছিলেন অভিনেত্রী। সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ ও আইনি লড়াইয়ের কারণে প্রায়ই উঠে এসেছেন খবরের শিরোনামে। তবে সম্প্রতি ব্র্যাড পিটের সঙ্গে আইনি ঝামেলার নিস্পত্তি চেয়ে কিছুটা নমনীয় হতে দেখা গেছে জোলিকে।
ব্যক্তিগত জীবনের বিতর্ক পাশ কাটিয়ে এবার অভিনয়ে মনোযোগ হয়েছেন জোলি। আগামী বছরের ফেব্রুয়ারিতে ৪০তম সান্তা বারবারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাল্টিন মডার্ন মাস্টার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হবে তাকে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]