
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর প্রশ্ন তুলেছেন। তিনি মনে করছেন অটো রিকশা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিলয় লেখেন, অটো রিকশা ইমপোর্ট করে দেশে এনে আবার বন্ধ করা হচ্ছে। ইমপোর্ট করার পারমিশন দেয় কে আর বন্ধ করার পারমিশন দেয় কে? অটো রিকশাকে নিয়ে কেনো এই ছিনিমিনি খেলা!
এক নেটিজেন নিলয়ের পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, বিকল্প কর্মসংস্থান তৈরি না করে অটো রিকশা বন্ধ করা কি উচিত? এতে করে লাখ লাখ মানুষ বেকার হয়ে যাবে। হাজার হাজার পরিবারের আয়ের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আগে বিকল্প কর্মসংস্থান তৈরি করেন।
আরেকজন লিখেছেন, ঠিক বলছেন তাদের সাথে এই রকম করা ঠিক নয়, ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর পোস্ট করার জন্য।
অপরদিকে, অনুসারীদের অনেকেই ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেতাকে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]