নতুন পরিচয়ে চিত্রনায়িকা মৌসুমী
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬
নতুন পরিচয়ে চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী এবার নতুন পরিচয়ে হাজির হয়েছেন। পার্লার ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করেছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন মৌসুমী। সেখানে বসেই দেশে বিউটি পার্লার খুলেছেন এই চিত্রনায়িকা।


গুলশান ১-এর ৮ নম্বর রোডে ‘রুশ মেকওভার’ নামে একটি পার্লার দিয়েছেন মৌসুমী। তার অবর্তমানে পুত্রবধূ আয়েশা ও মেয়ে ফাইজা দেখভাল করেন পার্লারটি।


এ প্রসঙ্গে মৌসুমীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানী বলেন, আমরা কোনো ঘোষণা দিয়ে পার্লারটি চালু করিনি। গত মাসে চালুর পর থেকেই বেশ ভালো চলছে পার্লারটি। নারীদের বিশ্বস্ততা অর্জন করেছে। আগামী দিনে আরও কয়েকটি শাখা করার ইচ্ছা রয়েছে মৌসুমীর।


উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে পা রাখেন মৌসুমী। প্রথম চলচ্চিত্রেই সবার নজর কাড়েন তিনি। ব্যক্তিগত জীবনে ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন এই নায়িকা। তাদের সংসারে ফারদিন ও ফাইজা নামে দুই ছেলে-মেয়ে রয়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com